Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
হাজী ওমর আলী (ওমর চাঁন) এর মাজার শরীফ
Location

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ০৬ নং চর আলগী ইউনিয়নের চর আলগী গ্রামের ০৭ নং ওয়ার্ডে অবস্থিত।

Transportation
উক্ত মাজারটি অত্র ইউনিয়ন এর ০৭ নং ওয়ার্ডে অবস্থিত, মাজারে যেতে হলে রামদয়াল বাজার থেকে রিক্সা যোগে ২০ টাকা ভাড়া দিয়ে বা পায়ে হেঁটে মাত্র আদা কিঃ মিঃ দক্ষিণে হাজী মাহমুদ মুন্সী বাড়ীর সামনের বাড়ীতে যেতে হয়।
Contact

0

Details

হাজী ওমর আলী (ওমর চাঁন) এর মৃত্যুর পর-পরই প্রায় ৬০-৭০ বছর আগে এ মাজার শরীফটি প্রতিষ্ঠা করা হয়। এটি একটি একতলা বিশিষ্ট মাজার শরীফ। এ মাজারটি প্রায় ২ একর জায়গা নিয়ে প্রতিষ্টা করা হয়।  বাংলা প্রতি বছরের দশই ফাল্গুন উক্ত মাজারের ওরশ মাহফিল অনুষ্ঠিত হয় । সারা বাংলাদেশের বিভিন্ন স্থান হতে বিশেষ করে( ভোলা,বরিশাল,

ফিরোজপুর,ঝালোকাঠি,হাতিয়া,গজারিয়া,চাঁদপুর,ফেনী, রাজশাহী,দিনাজপুর,বরগুনা,খুলনা,ঢাকা,চট্টগাম) ইত্যাদি স্থান হতে হাজার হাজার লোক এ ওরশ মাহফিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।