Title
হাজী ওমরআলী (ওমর চাঁন) এর মাজার
Address
চর আলগী ইউনিয়ন পরিষদ থেকে মাত্র হেঁটে ১৫-২০ মিনিট লাগে,রিক্সা,বাই সাইকেল,মোটর বাইকে মাত্র ৭-৮ মিনিট লাগে। রিক্সা ভাড়া ১৫-২০ টাকা মাত্র।
History
<p><span style="font-size: 20px;">হাজী ওমরআলী(ওমর চাঁন) এর মাজার ১৯৫২ খ্রিঃ প্রতিষ্ঠা করা হয়। উক্ত মাজারটি চর আলগী ইউনিয়ন এর ০৭ নং ওয়ার্ডে অবস্থিত একটি একতলা বিশিষ্ট ভবন। জানা যায় যে <span style="font-size: 20px;">হাজী ওমরআলী একজন আধ্যাতিক,মজনু এবং বুজর্গ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। শুধু বাংলাদেশ নয় তাহার নজীর স্থাপন করে গেছেন সূদুর সৌদি আরবও। তিনি বাংলা ১০ ই ফাল্গুন মৃত্যু বরণ করেন সে জন্য প্রতি বছর ১০ ফাল্গুন তাঁহার ঔরশ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ২০-২৫ হাজার লোকের সমাগম ঘটে। </span></span></p>