Title
মৌলভী বশির আহাম্মদ ছাহেবের মাজার
Address
চর আলগী ইউনিয়ন পরিষদ থেকে মাত্র হেঁটে ২৫-৩০ মিনিট লাগে,রিক্সা,বাই সাইকেল,মোটর বাইকে মাত্র ১২-১৫ মিনিট লাগে। রিক্সা ভাড়া ৩০-৩৫ টাকা মাত্র।
History
<p><span style="font-size: 20px;">মৌলভী বশির আহাম্মদ ছাহেব এর মাজার ১৯৮৫ খ্রিঃ প্রতিষ্ঠা করা হয়। উক্ত মাজারটি চর আলগী ইউনিয়ন এর ০৮ নং ওয়ার্ডে অবস্থিত একটি একতলা বিশিষ্ট ভবন। জানা যায় যে <span style="font-size: 20px;">মৌলভী বশির আহাম্মদ ছাহেব একজন আধ্যাতিক,মজনু,আলেম এবং বুজর্গ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বাংলাদেশ তাহার নজীর স্থাপন করে গেছেন। তিনি বাংলা চৈত্র মাসে তাঁহার ঔরশ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১৫-২০হাজার লোকের সমাগম ঘটে। </span></span></p>