Title
রামদয়াল বাজার শাহী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা
History
<p>রামদয়াল বাজার শাহী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানাটি ২০০৫ ইং সনে দূর-দূরান্তের হত দরিদ্র এবং মেধাবী ছাত্রদের কথা চিন্তা করে মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত এতিমখানাটি প্রতিষ্ঠা করেন। এখানে বর্তমানে প্রায় ২৫-৩০ এতিম ছাত্র নির্বিঘ্নে থাকা-খাওয়া সহ পড়া-লেখা চালিয়ে যাচ্ছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সার্বিক বরণ-পোষণ করে থাকেন।</p>