History
<p><span style="font-size: 16px;"> রতআলী মৌলভী জামে মসজিদটি ১৯৮২ ইং সনে সর্ব অত্র বাড়ীর অংশে নির্মান করা হয়। পমসজিদটি অত্র ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের চর হাসান হোসেন গ্রামে অবস্থিত। মসজিদটি একটি এক তলা বিশিষ্ট ভবন। মসজিদটির দৈর্ধ ৩৫ হাত এবং প্রস্থ ৬০ হাত। মসজিদ সংলগ্ন একটি ঈদগাহ,একটি কবরস্থান এবং মুসল্লিদের ওজু /গোসল করার জন্য একটি ৮০ শতাংশের পুকুর আছে। ঐ মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাযে গড়ে ৪০-৫০ ধর্মপ্রাণ মুসল্লি সক্রিয়ভাবে জামাত আদায় করে থাকে। মসজিদের নিজস্ব কিছু জমি-জমা আছে যাহার আয় এবং এলাকাবাসীর সহযোগীতায় মসজিদের সাভাবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। </span></p>