Title
দুলামিয়া চকিদার বাড়ীর দরজায় কারী সাহেবের মাজার
Address
চর আলগী ইউনিয়ন পরিষদ থেকে মাত্র হেঁটে ৪০-৫০ মিনিট লাগে,রিক্সা,বাই সাইকেল,মোটর বাইকে মাত্র ২০-২৫ মিনিট লাগে। রিক্সা ভাড়া ৪০-৫০ টাকা মাত্র।
History
<p><span style="font-size: 20px;"> কারী ছাহেব এর মাজার ১৯৯৯ খ্রিঃ প্রতিষ্ঠা করা হয়। উক্ত মাজারটি চর আলগী ইউনিয়ন অবস্থিত একটি একতলা বিশিষ্ট ভবন। জানা যায় যে <span style="font-size: 20px;">কারী ছাহেব একজন আধ্যাতিক,মজনু,আলেম,সংযমশীল এবং বুজর্গ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। অত্র লক্ষ্মীপুর জেলায় তিনি অনেক নজীর স্থাপন করে গেছেন। প্রতি বছর ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি তাঁহার ঔরশ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১১০-১৫ হাজার লোকের সমাগম ঘটে। </span></span></p>