চর আলগী ইউনিয়ন পরিষদ থেকে হেঁটে যেতে মাত্র ১০-২০ মিনিট লাগে এবং রিক্সা করে যেতে ১২-১৫ মিনিট লাগে। রিক্সা ভাড়া মাত্র ২০ টাকা।
চৌধুরী মিয়া জামে মসজিদ টি ১৯৮২ ইং সনে চৌধুরী মিয়ার বাড়ীর নিজস্ব জায়গাতে প্রায় ২০ শতাংশ জমি নিয়ে নির্মাণ করা হয়। এ মসজিদটি চর আলগী ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডে অবস্থিত। মসজিদ এর পাশে একটি স্থানিয় কবরস্থান এবং মুসল্লিদের ওযু এবং গোসল করার জন্য একটি ১২০ শতাংশ জমির পুকুর আছে। মসজিদটি একটি এক তলা বিশিষ্ট ভবন। মসজিদে গড়ে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে ৩০-৩৫ জন ধর্মপ্রাণ মুসলমান সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। অত্র মসজিদে সকাল বেলা আরবী পড়ারও সুন্দর ব্যবস্থা আছে। মসজিদটি একন বলতে গেলে প্রায় এলাকাবাসীর সহযোগীতাতে চলে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS