Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
চৌধুরী মিয়া জামে মসজিদ
label.image.title
Institute Type
মসজিদ
Head Of The Institute
জাকির হোসেন চৌধুরী
Designation
সভাপতি
Mobile
০১৭৮১৫২২৪৫১৯
Address

চর আলগী ইউনিয়ন পরিষদ থেকে হেঁটে যেতে মাত্র ১০-২০ মিনিট লাগে এবং রিক্সা করে যেতে ১২-১৫ মিনিট লাগে। রিক্সা ভাড়া মাত্র ২০ টাকা।


History

চৌধুরী মিয়া জামে মসজিদ টি ১৯৮২ ইং সনে চৌধুরী মিয়ার বাড়ীর নিজস্ব জায়গাতে প্রায় ২০ শতাংশ জমি নিয়ে নির্মাণ করা হয়। এ মসজিদটি চর আলগী ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডে অবস্থিত। মসজিদ এর পাশে একটি স্থানিয় কবরস্থান এবং মুসল্লিদের ওযু এবং গোসল করার জন্য একটি ১২০ শতাংশ জমির পুকুর আছে। মসজিদটি একটি এক তলা বিশিষ্ট ভবন। মসজিদে গড়ে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে ৩০-৩৫ জন ধর্মপ্রাণ মুসলমান সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। অত্র মসজিদে সকাল বেলা আরবী পড়ারও সুন্দর ব্যবস্থা আছে। মসজিদটি একন বলতে গেলে প্রায় এলাকাবাসীর সহযোগীতাতে চলে।