Title
জয়নাল ব্যাপারীর বাড়ীর দরজায় কবরস্থান
Address
চর আলগী ইউনিয়ন পরিষদ থেকে মাত্র হেঁটে ২৫-৩০ মিনিট লাগে,রিক্সা,বাই সাইকেল,মোটর বাইকে মাত্র ১২-১৫ মিনিট লাগে। রিক্সা ভাড়া ৩০-৩৫ টাকা মাত্র।
History
<p><span style="font-size: 20px;">জয়নাল ব্যাপারীর বাড়ীর দরজায় কবরস্থান টি অত্র চর আলগী ইউনিয়ন এর জয়নাল ব্যাপারীর বাড়ীর দরজার জামে মসজিদ সংলগ্ন স্থানে এলাকাবাসীর নিশ্চিত পরলোকগমন এর জন্য স্থাপন করা হয়। উক্ত স্থানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত তাবলিগে জামায়াত সহ অনেক মুসাফির এর কবর দেওয়া হয়।</span></p>