Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
০৬ নং চর আলগী (UISC) কম্পিউটার ট্রেনিং সেন্টার এ তিন ও ছয় মাস মেয়াদী কম্পিউটার কোর্সে ভর্তি চলছে।
Details

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অনুমোদিত চর আলগী ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র কম্পিউটার ট্রেনিং সেন্টার এ ভর্তি চলিতেছে ৩য় মেয়াদে। আপনারা জানেন ইতোমধ্যে আমাদের প্রথম ব্যাচের ১০ জন,২য় ব্যাচের ১৮ জন ছাত্র-ছাত্রীর পরীক্ষা শেষ হয়ে গেছে গত লক্ষ্মীপুর পলিটেকনিক্যাল ইনইষ্টিটিউট এ। তাই আমরা আবারও ৩য় মেয়াদে যে সকল ছাত্র-ছাত্রী ভাই বোনেরা কম্পিউটার শিখতে আগ্রহী তাহাদেরকে কম্পিউটার ট্রেনিং সেন্টার এ ভর্তি করিতেছি, ভর্তির শেষ তারিখ ১০-০১-২০১৪ ইং

৩য ব্যাচে ভর্তির জন্য আপনি আজই যোগাযোগ করুন নিম্মের ঠিকানাই।

আমাদের কম্পিউটার সেন্টারে ভর্তির সুবিধাসমূহ

 

১। প্রতি ব্যাচে স্কুল,কলেজ এর একজন মেধাবি ছাত্র- ছাত্রীকে শুধ মাত্র বোর্ড এর নির্ধারিত ফি এর মাধ্যমে ভর্তি করা হবে।

২। শুক্রবার ব্যতিত প্রতিদিন নিয়মিত ক্লাস।

৩। বিদ্যুৎ চলে গেলেও আই,পি,এস এর ব্যবস্থা আছে।

৪। প্রতি জন ছাত্র-ছাত্রীর জন্য একটি কম্পিউটার ব্যবস্থা।

৫। প্রত্যেক ছাত্র-ছাত্রী ইচ্ছে অনুযায়ী ল্যাপটপ/ডেক্সটপ ব্যবহার করতে পারবে।

৬। স্ব-স্ব ক্ষেত্রে পরিপক্ষ শিক্ষক মন্ডলীদ্বারা ক্লাস নেওয়া।

৭। ভর্তি/কোচিং/ক্লাস ব্যতিতও যে কোন সময় আমরা সর্বদা যে কোন সেবা দিতে প্রস্তুত।

 

ভর্তির জন্য যোগাযোগ করুনঃ

মোঃ নজরুল ইসলাম খসরু

উদ্যেক্তা

০৬ নং চর আলগী ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র

মোবাইল নং ০১৭১৮-৩০৮০১৬,০১৯১২-৪২৯৫৫৮

           ও        

মোঃ মেরাতুল ইসলাম মারুপ

মনপুরা ডিজিটাল

মোবাইল নং ০১৯১৪-৬৭৩০৫৬,০১৭৩১-২৭৩১৬৩

আবদুল হাদী কলেজ গেইট সংলগ্ন

রামদয়াল বাজার,রামগতি,লক্ষ্মীপুর।

Attachments
Publish Date
13/07/2013