Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
চর আলগী ইউনিয়ন পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত হয়।
Details

অদ্য ০১/০৯/২০১৬ ইং তারিখে অত্র ইউনিয়ন পরিষদ মিলানায়তনে নুতন ইউপি সচিব জনাব মোঃ ফিরোজ আলম এর যোগদান সাপেক্ষ পরিষদের চেয়ারম্যান,সাবেক সচিব,উদ্যোক্তা, সকল ইউপি সদস্য-সদস্যা,গ্রাম চৌকিদার ও মহল্লাদারগনের এক পরিচিতি সভার আয়োজন করা হয়।

অদ্য তারিখে নুতন ইউপি সচিব সর্বমোট পরিষদে৬ এজেন্ডা সর্ম্পকে আলোচনা হয়।

১। গত সভার কার্য বিবরনী অনুমোদন করা।

২। ইউনিয়ন পরিষদের জন্য নুতন ঘর ভাড়া নেওয়া প্রসঙ্গে।

৩। ট্যাক্স ও ট্রেড লাইসেন্স আদায় প্রসঙ্গে।

৪। ০৪ টি হিসাব নম্বরে হিসাবধারী পরিবর্তন প্রসঙ্গে।

৫। আইন শৃঙ্খলা প্রসঙ্গে।

৬। বিবিধ।

 

অতঃ পর সভার সভাপতি ও চেয়ারম্যান জনাব মোঃ সিরাজ উদ্দিন আজকের মত সাধারন সভার কাজ সমাপ্তি করেন।

Attachments
Publish Date
01/09/2016