Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সৌদি সরকার কতৃর্ক জি টু জি পদ্ধতিতে রেজিস্ট্রেশন চলছে।
Details

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭/০৩/২০১৫ ইং থেকে ২৩/০৩/২০১৫ ইং পযর্ন্ত প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা হতে বিকেল ৫.০০ ঘটিকা পযর্ন্ত চট্টগ্রাম বিভাগের প্রতিটি ইউনিয়ন ডিজিটার সেন্টারে বৈদেশিক চাকুরির জন্য আগ্রহী মহিলা কমীর্দের যোগ্যতা অনুযায়ী পছন্দমত বিভিন্ন পেশায় ডিজিটালাইজ্ড পদ্ধতিতে সরকারি ডাটাবেজে নাম রেজিস্ট্রেশন করা হবে। অত্র রেজিস্ট্রেশনের জন্য নিম্মলিখিত যোগ্যতা থাকতে হবে।

১। আগ্রহী প্রাথীর্দের বাংলাদেশের নাগরিক হতে হবে।

২। প্রাথীর্দের বয়সসীমা ২৫-৪৫ বছর হতে হবে।

৩।হাউজকিপার,কেয়ারগিভার,বেবীসিটার,মালী,গার্ড,ক্লিনার,ড্রাইভার,কুকপেশায় আবেদন করা যাবে। তবে কেয়ারগিভার,ড্রাইভার,বেবীসিটার পদে আগ্রহী প্রাথীর্দের কমপক্ষে এস,এস,সি পাস হতে হবে।

৪। গামের্ন্টস পেশায় দক্ষ/আধা দক্ষ/অদক্ষকর্মী হিসাবে রেজিষ্ট্রশন করা যাবে। (তবে এক্ষেত্রে বয়স ১৮-৪৫ বছর হতে হবে)

৫। মোট খরচ ৩০০( তিনশত) টাকা মাত্র।

 

যোগাযোগঃ

 

নজরুল ইসলাম খসরু

উদ্যেক্তা

০৬ নং চর আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার

রামগতি, লক্ষ্মীপুর।

০১৭১৮-৩০৮০১৬

Attachments
Publish Date
04/03/2015