Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
চর আলগী ইউনিয়নে চৌকিদার নিয়োগ চলছে।
Details

চর আলগী ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর হাসান হোসেন গ্রামে এবং ৭নং ওয়ার্ড চর টবগী গ্রামে ১ জন সর্বমোট ২ জন চৌকিদার নিয়োগ হবে।

আবেদনকারী প্রার্থীদের নূন্যতম যোগ্যতা হল।

 

১। অত্র ইউনিয়ন এর স্ব-স্ব ওয়ার্ডের  স্থায়ী বাসিন্দা হতে হবে।

২। নুন্যতম ৮ম শ্রেণী পাশ হতে হবে।

৩। লম্বায় ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে।

৪। আবেদন এর শেষ তারিখ ২৫/০৭/২০১৮খ্রিঃ, বয়স হতে হবে ১৮-৩০ এর মধ্যে হতে হবে। শুধু মাত্র মুক্তিযোদ্ধা এবং পোষ্য কৌটায় আবেদনকৃত প্রার্থীদের বয়স ও উচ্চতা শিথিলযোগ্য।

৫। প্রার্থীদের কোন প্রকার মামলায় সাজাভূক্ত রায় ও রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত থাকতে পারবেনা।

৬। আবেদন করতে হবে উপরোক্ত তারিখ মোতাবেক, উপজেলা নির্বাহী অফিসার, রামগতি,লক্ষ্মীপুর বরাবর।

৭। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ ১ কপি, রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি ৫ কপি, নাগরিক ও চারিত্রীক সনদ ১ কপি এবং আবেদন পত্র দিতে হবে।

বিস্তারিত যোগাযোগঃ

নজরুল ইসলাম খসরু

উদ্যোক্তা

৬নং চর আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার

রামগতি,লক্ষ্মীপুর।

মোবাইল নং-০১৭১৮-৩০৮০১৬, ০১৯১২-৪২৯৫৫৮

Attachments
Publish Date
15/07/2018
Archieve Date
31/08/2018