Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নিয়োগ বিজ্ঞপ্তি
Details

ডেনমার্ক দুতাবাসের অর্থায়নে , হাইসাওয়ার ব্যবস্থাপনায় ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে হাইজিন,স্যানিটেশন, পানি সরবরাহ এবং জলবায়ু পরিবর্তন অভিজোযন বিষয়ক প্রকল্প বাস্তবায়নের জন্য লক্ষ্মীপুর জেলার অর্ন্তগত রামগতি উপজেলার প্রকল্পভূক্ত ইউনিয়ন পরিষদের অধীনে মাঠ পর্যায়ে কাজ করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।

পদের নাম ও বেতন

পদের সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কমিউনিটি অর্গানাইজার (শুধু মাত্র নারী) মাসিক বেতন ৮৫০০ টাকা, যাতায়াতা ভাতা ১০০০ টাকা ও স্মাট মোবাইল ফোন বিল ৫০০ টাকা। বার্ষিক উৎসব ভাতা ৮৫০০ টাকা।

২ জন

উচ্চ মাধ্যমিক পাশ এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ভিত্তিক হাইজিন, স্যানিটেশন, পানি সরবরাহ এবং জলবাযু পরিবর্তন কর্মসূচীতে তিন বছরের অভিজ্ঞতা। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যাতা নূন্যতম মাধ্যমিক (এস,এস,সি) পাশ। কর্মিকে অবশ্যই স্মাট মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারে পারদর্শি হতে হবে।

 

Attachments
Publish Date
01/10/2018
Archieve Date
31/07/2019