গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক উপজেলা পরিবার পরিকল্পনা অফিস রামগতি,লক্ষ্মীপুর এর অধীনে ৬নং চর আলগী ইউনিয়নে চর সেকান্দর অংশে ৫ জন, চর নেয়ামত অংশে ২ জন, চর টবগী গ্রামে ২ জন, চর হাসান হোসেন অংশে ২ জন এবং চর আলগী অংশে ১ জন সহ সর্বমোট ১২ জন Paid Volunteer নিয়োগ করা হবে। আবেদন কারীর যোগ্যতাঃ কমপক্ষে ৮ম শ্রেণী পাশ এবং আবেদনকারী অবশ্যই বিবাহিতা হতে হবে। কোন অবস্থায় ২ সন্তানের বেশি হলে আবেদনকারী বাতিল বলিয়া গন্য হইবে। আবেদন করতে হলে যাহা কিছু প্রয়োজনঃ ১। ২ কপি সত্যায়িত রঙ্গিন ছবি লাগবে, ২। শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি সত্যায়িত লাগবে, ৩। ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদ লাগবে, ৪। জাতিয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি লাগবে, ৫। অন্যান্য কোন অভিজ্ঞতা থাকলে তাহার সনদ উপস্থাপন করতে হবে। আবেদন এর শেষ তারিখ আগামী ১৭/০১/২০১৯খ্রিঃ।
যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
নজরুল ইসলাম খসরু
উদ্যোক্ত
৬নং চর আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার,
রামগতি, লক্ষ্মীপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS