শিরোনাম
আমজাদ মিয়ার বাড়ীর দরজায় ঈদগাহ
ঠিকানা
চর আলগী ইউনিয়ন পরিষদ থেকে মাত্র হেঁটে ২৫-৩০ মিনিট লাগে,রিক্সা,বাই সাইকেল,মোটর বাইকে মাত্র ১২-১৫ মিনিট লাগে। রিক্সা ভাড়া ৩০-৩৫ টাকা মাত্র।
ইতিহাস
<p><span style="font-size: 20px;">আমজাদ মিয়ার বাড়ীর দরজায় ঈদগাহ <span style="font-size: 20px;"> টি অত্র চর আলগী ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের আমজাদ মিয়ার বাড়ীর দরজার এলাকাবাসীর নিশ্চিত পরলোকগমন এর জন্য স্থাপন করা হয়। </span></span><span style="font-size: 20px;">১৯৮৮ ইং সনে ধর্মপ্রাণ মুসল্লিদের কথা চিন্তা করে প্রতিষ্ঠা করা হয়। এখানে কোন মানুষ মারা গেলে তাঁহার জানাযা নামায পড়ানো হয়। প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে প্রায় ১-২ হাজার লোক একত্রে ঈদের নামাজ জামাতের সহিত আদায় করতে উক্ত ঈদগাহে সক্ষম হয়। </span></p>