Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চর আলগী ইউনিয়ন

চর আলগী ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তর ইউনিয়ন । অত্র ইউনিয়নের আয়তন ৪১ বর্গ কিলোমিটার । বিভিন্ন প্রাচীন ও ঐতিহ্যতম কলেজ , স্কুল , মাদ্রাসাও  মন্দির নিয়ে স্বগৌরবে আজও সুনামের সহিত অত্র  ইউনিয়ন-টি হাটি- হাটি পা-পা করে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যাচ্ছে।৫টি গ্রামের সমন্নয়ে এই ইউনিয়নটি গঠিত। ১) চর সেকান্দর ২) চর নেয়ামত ৩) চর হাসান হোসেন  ৪) চর টবগী ৫) চর আলগী । সাংগঠনিক কাঠামার দিক হতে ৯টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে । মুসলমান, হিন্দু, বোদ্ধ সহ বিভিন্ন ধর্মের লোক এখানে বসবাস করছে। এই  ইউনিয়নের লোকসংখ্যা ৩৫,৫২৫জন(প্রায়) যেখানে পুরুষ রয়েছে ১৮,২৪০ জন এবং মহিলা রয়েছে ১৭,২৮৫ জন। এই ইউনিয়নটি  ভৌগলিক আবস্থানের দিক থেকে দক্ষিণ দিকে মেঘনা নদী,  উত্তর  দিকে চর পোড়াগাছা ইউনিয়ন, পশ্চিম দিকে চর আলেকজান্ডার ইউনিয়ন ও পৌরসভা এবং পূর্ব দিকে চর বাদাম ইউনিয়ন দ্বারা ব্যষ্টিত। অত্র ইউনিয়নের শিক্ষার হার- ৫৩%, জন্মনিবন্ধন-৯১%, স্যানিটেশন- ৬৯% । এই ইউনিয়নের অধিকাংশ লোক কৃষিকাজের সাথে জড়িত। এছাড়াও রয়েছে চাকুরিজীবি, প্রবাসী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার লোকজন।

ক্র: নং

বিষয়

বিবরন

০১

অবস্থান ও আয়তন

লক্ষ্মীপুর জেলার রামগগতি উপজেলাধীয় অবস্থিত। দৈর্ঘ্য--৪১ বর্গ কি:মি:

০২

সীমানা

দক্ষিণ দিকে মেঘনা নদী,  উত্তর  দিকে চর পোড়াগাছা ইউনিয়ন, পশ্চিম দিকে চর আলেকজান্ডার ইউনিয়ন ও পৌরসভা এবং পূর্ব দিকে চর বাদাম ইউনিয়ন দ্বারা ব্যষ্টিত।

০৩

জনবল

চেয়ারম্যান-০১জন, ইউপি সদস্য (পুরুষ)-০৯জন, সংরক্ষিত মহিলা সদস্য-০৩জন, সচিব-০১জন, পুরুষ উদ্যোক্তা-০১জন, নারী উদ্যোক্তা-০১, দফাদার-০১জন, গ্রাম পুলিশ ০৯জন।

০৪

গ্রাম

৫টি গ্রামের সমন্নয়ে এই ইউনিয়নটি গঠিত। ১) চর সেকান্দর ২) চর নেয়ামত ৩) চর হাসান হোসেন  ৪) চর টবগী ৫) চর আলগী ।

০৫

ওয়ার্ড

০৯টি, (০১) চর সেকান্দর ০২) চর নেয়ামত ০৩) চর নেয়ামত, (০৪) চর নেয়ামত (০৫) চর সেকান্দর (০৬) চর হাসান হোসেন (০৭)চর টবগী, (০৮) চর আলগী (০৯) চর আলগী।

০৬

মৌজা

৪টি, ১। চর সেকান্দর,২। চর নেয়ামত, ৩।চর হাসান হোসেন, ৪। চর আলগী।

 

জনসংখ্যা

প্রাপ্ত বয়ষ্ক ৫০,৮২০ জন ( পুরুষ ২০,১৬৩জন, নারী ১৬,১২১জন)

লোকসংখ্যা ৩৫,৫২৫ জন (প্রায়) যেখানে পুরুষ রয়েছে ১৮,২৪০ জন এবং মহিলা রয়েছে ১৭,২৮৫ জন।

০৭

ভোটার সংখ্যা

১৯৫৪০ (পুরুষ-১১৫৪২, নারী-৭৯৯৮)

০৮

রাস্তা

১৪৭.৩৯কিমি

০৯

শিক্ষার হার

৫৩%

১০

স্যানিটেশন

৬৯%

১১

কলেজ

০১ টি, আবদুল হাদী কলেজ

১২

মাধ্যমিক স্কুল

২টি, (০১) সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় (০২) চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়

১৩

প্রাথমিক স্কুল ও রেজিষ্ট্রাড প্রাথমিক বিদ্যালয়

১৪টি,  নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ঃ-১। চর নেয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়,২। উত্তর চর নেয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩। কাটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,৪। মধ্য চর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়,৫। পশ্চিম চর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়,৬। দক্ষিন চর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়।রেজিষ্ট্রাড প্রাথমিক বিদ্যালয়ঃ-১। উত্তর পূর্ব চর সেকান্দর রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,২। স্লুইসগেইট মহসিন,৩। মধ্য চর নেয়ামত,৪। পূর্ব চর সেকান্দর,৫। গোলাফ রহমানিয়া,৬। সুলতানা বালিকা,৭। পূর্ব চর আলগী,৮। মধ্য চর সেকান্দর

১৪

মাদ্রাসা

০১টি (০১) চর আলগী (চর গোসাই) ইসলামিয়া দাখিল মাদ্রাসা

১৫

কিন্ডার গার্টেন

০২ টি ১।আইডিয়াল প্রি ক্যাডেট একাডেমী ২। চর নেয়ামত জনতা মডেল একাডেমী

১৬

নুরানী মাদ্রাসা ও এতিমখানা

০৩ টি, ১। রামদয়াল বাজার নূরানী হাফেজিয়া মাদ্রাসা, ২। চর হাসান হোসেন আলীমূল কোরআন নূরানী মাদ্রাসা, ৩। চর নেয়ামত (রব রোড) নূরানী হাফেজিয়া মাদ্রাসা।

১৭

মসজিদ

৪৫টি

১৮

ইদগাহ

৬ টি

১৯

মাজার

০৪ টি,  ১। দুলামিয়া চকিদার বাড়ীর দরজায় কারী সাহেবের মাজার,২। হাজী ওমরআলী সাহেবের মাজার,৩। মৌলভী বশির আহাম্মদ ছাহেবের মাজার, ৪। কুদ্দুছ দরবেশ এর মাজার শরীফ।

২০

মন্দির

মন্দির ০৩ টি, ১। সাধুচরন গোস্বামী মন্দির,২। শ্রী শ্রী বিশ্বম্ভর মন্দির,৩। রাধাকৃষ্ম মন্দির

২১

ভোট কেন্দ্র

০৯ টি

২২

ডিজিটাল সেন্টার

০১ টি, চর আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার

২৩

হাট বাজার

০২ টি, ১। রামদয়াল বাজার, ২। সুফির হাট বাজার।

২৪

ব্যাংক

গ্রামীন ব্যাংক

২৫

কমিউনিটি ক্লিনিক

০৪টি

২৬

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র

০১ টি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র।

২৭

সরকারী অফিস

ভূমি অফিস, কৃষি অফিস , ইউনিয়ন সমাজ সেবা অফিসের কাযক্রম

২৮

বীমা

০৪ টি, জাতীয় জীবন বীমা কর্পোরেশন, ডেলটা লাইফ ইন্সুরেন্স লি:, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স লি:, প্রগতি লাইফ ইন্সুরেন্স লি:।

২৯

এনজিও

ডরপ,আশা,ব্র্যাক,প্রশিকা,নিজেরাকরি,পেইজ,প্রীজম,ভোস্ড,সুফিরেট,কোডেক,কোস্ট,

সাগরিকা,গ্রামীন শক্তি

৩০

ক্রীড়া সংগঠন

 রামদয়াল বাজার ক্রীড়া একাডেমী ও সুফির হাট ক্রীড়া একাডেমী।

৩১

সাংস্কৃতিক সংগঠন 

০১ টি, শতদল সাংস্কৃতিক সংঘ,রামদয়াল বাজার,রামগতি,লক্ষ্মীপুর।