প্রিয়,
উদ্যোক্তা ভাই ও বোনেরা, সালাম সহ শুভেচ্ছা গ্রহন করবেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে, WSIS Project Prizes 2015-এ এটুঅাই প্রোগ্রাম থেকে দাখিলকৃত দু'টি Project যথাক্রমে ৩নং ক্যাটাগরিতে National Portal এবং ৪নং ক্যাটাগরিতে Teachers Portal-কে প্রাথমিকভাবে WSIS কর্তৃপক্ষ নির্বাচিত করেছে, http://groups.itu.int/stocktaking/WSISProjectPrizes.aspx#nominated-...।চুড়ান্তভাবে নির্বাচিত করার জন্য এখন ভোটদান পর্ব চলমান রয়েছে। ভোট দেওয়ার ধাপসমূহ বর্ণনা করে অাপনাদের সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্যএকটি ফাইল এসঙ্গে সংযুক্ত করা হল। অনুগ্রহপূর্বক নিজে ভোট দিন এবং অন্যকেও ভোটদানে উৎসাহিত করুন। আমি মোট ১১২ টি ভোট দিয়েছি,আপনি কি ভোট দিতে প্রস্তুত? আপনার ১ টি ভোটই হয়তো বাংলাদেশ কে সম্মানের উচ্চ শিখরে নিয়ে যাবে।ভোট দেওয়ার সময়সীমা আগামী ০১/০৫/২০১৫ ইং পর্যন্ত। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস