Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সমাপ্তি ঘটল ইতিহাসের শ্রেষ্ঠ রামগতি উপজেলা ডিজিটাল মেলা’২০১৫
বিস্তারিত

সূধী,

গত ০৭ ও ০৮ এপ্রিল’২০১৫ ইং তারিখে দুইদিন ব্যাপী চর আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রামগতি উপজেলা প্রশাসন কতৃর্ক আয়োজিত ডিজিটাল মেলা’২০১৫ সভলভাবে  পুরষ্কার বিতরণী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল। ডিজিটাল মেলার শুভ উদ্বোধন করেন, জনাব মোঃ আবদুল্লাহ্ (আল্ মামুন) মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-০৪(রামগতি ও কমলনগর)। বিশেষ অথিতি হিসেব উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক আবদুল ওয়াহেদ, চেয়ারম্যান,রামগতি উপজেলা পরিষদ, রামগতি,লক্ষ্মীপুর। মেলার সভাপতিত্ব করেন রামগতি উপজেলার সূযোগ্য উপজেলা নিবার্হী অফিসার জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, মেলার আহ্বায়ক ছিলেন,রবীন্দ্র চাকমা, সহকারী কমিশনার ভূমি,রামগতি,লক্ষ্মীপুর।  মেলায় যে সকল স্টল অংশগ্রহন করেন তা হলো, রামগতি উপজেলা প্রশাসন, ভূমি অফিস,কৃষি অফিসসহ রামগতি উপজেলার সকল  ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার, ৩-৪ টি  মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়,২-৩ টি প্রাথমিক বিদ্যালয় সহ সবর্মোট ২২ টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সূযোগ্য জেলা প্রশাসক জনাব এ,কে,এম টিপু সুলতান স্যার সহ স্যারের সাথে আগত লক্ষ্মীপুর জেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট (২) ও অন্যান্য আগত মেহমানবৃন্দ এবং বিশেষ অথিতি হিসেব উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক আবদুল ওয়াহেদ, চেয়ারম্যান,রামগতি উপজেলা পরিষদ, রামগতি,লক্ষ্মীপুর। মেলার সভাপতিত্ব করেন রামগতি উপজেলার সূযোগ্য উপজেলা নিবার্হী অফিসার জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, মেলার আহ্বায়ক ছিলেন,রবীন্দ্র চাকমা, সহকারী কমিশনার ভূমি,রামগতি,লক্ষ্মীপুর। মেলার সাবির্ক পরিস্থিতি নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন । মেলায় সেরা স্টল হিসেবে প্রথম পুরষ্কার পান চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়, উক্ত বিদ্যালয় এ ছাড়াও বিতক র্প্রতিযোগিতায় প্রথম স্থান ও সেরা বক্তা হিসেবেও প্রথম স্থান সহ মোট তিনটি পুরষ্কার অজর্ন করেন। এছাড়াও স্টলে ২য় পুরষ্কার সহ গত পাঁচ বারের ন্যায় এবারও রামগতি উপজেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে চর আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা জনাব , নজরুল ইসলাম খসরু সেরা নিবার্চিত হন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবারের ডিজিটাল মেলাটি ছিল রামগতির ইতিহাসে শ্রেষ্ঠ একটি ডিজিটাল মেলা। মেলার শুরু থেকে সমাপ্তি পযর্ন্ত যার অক্লান্ত পরিশ্রম ছিল তিনি আর কেউ নয় আমাদের রামগতি উপজেলার সূযোগ্য উপজেলা নিবার্হী অফিসার জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার। স্যারের কল্যানে রামগতিবাসী ২১শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ১৫ই আগষ্ট, পহেলা বৈশাখ সহ অন্যান্য ধমীর্য় ও সামাজিক দিবসগুলো সুন্দরভাবে উদযাপন করতে পারছেন।  স্যার এর প্রতি আমরা রামগতিবাসী ধন্যবাদসহ কৃতজ্ঞা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে।

নিবেদক,

নজরুল ইসলাম খসরু

উদ্যোক্তা

চর আলগী ডিজিটাল সেন্টার

রামগতি,লক্ষ্মীপুর।

ছবি
ডাউনলোড