প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এ টু আই) প্রকল্পের আওতায় ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার ৫ম বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গত ২৯ নভেম্বর ২০১৫খ্রি. রবিবার সকালে সকাল ৯.০০ ঘটিকা থেকে বিবাল ৩.০০ ঘটিকা পর্যন্ত সারাদিনব্যাপি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন চত্ত্বর থেকে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরী । র্যালি শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক সভাপতিত্ব করেন। উক্ত অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তগন এবং আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,সাংবাদিকবৃন্দ সহ লক্ষ্মীপুর জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১ জন পুরুষ ও ১ জন নারী উদ্যোক্তা,পৌরসভার উদ্যোক্তাগন এবং উপজেলা টেকনিশিয়ানগন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস