চর আলগী ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর হাসান হোসেন গ্রামে ১ জন এবং ৭নং ওয়ার্ড চর টবগী গ্রামে ১ জন সহ সর্বমোট ২ জন চৌকিদার নিয়োগ হবে।
আবেদনকারী প্রার্থীদের নূন্যতম যোগ্যতা হল।
১। অত্র ইউনিয়ন এর স্ব-স্ব ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। নুন্যতম ৮ম শ্রেণী পাশ হতে হবে।
৩। লম্বায় ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে।
৪। আবেদন এর শেষ তারিখ ২৫/০৭/২০১৮খ্রিঃ, বয়স হতে হবে ১৮-৩০ এর মধ্যে হতে হবে। শুধু মাত্র মুক্তিযোদ্ধা এবং পোষ্য কৌটায় আবেদনকৃত প্রার্থীদের বয়স ও উচ্চতা শিথিলযোগ্য।
৫। প্রার্থীদের কোন প্রকার মামলায় সাজাভূক্ত রায় ও রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত থাকতে পারবেনা।
৬। আবেদন করতে হবে উপরোক্ত তারিখ মোতাবেক, উপজেলা নির্বাহী অফিসার, রামগতি,লক্ষ্মীপুর বরাবর।
৭। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ ১ কপি, রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি ৫ কপি, নাগরিক ও চারিত্রীক সনদ ১ কপি এবং আবেদন পত্র দিতে হবে।
বিস্তারিত যোগাযোগঃ
নজরুল ইসলাম খসরু
উদ্যোক্তা
৬নং চর আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার
রামগতি,লক্ষ্মীপুর।
মোবাইল নং-০১৭১৮-৩০৮০১৬, ০১৯১২-৪২৯৫৫৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস