আগামি ২৩ নভেম্বর ২০১৫ বিকাল ৪.০০-৬.০০ টায় মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে “জনসেবায় উদ্ভাবন” বিষয়ক সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তা সঞ্চালনা করবেন। একইভাবে মন্ত্রিপরিষদ বিভাগ,ভূমি মন্ত্রণালয়,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও সকল বিভাগীয় কমিশনারের কার্যালয় সংযুক্ত হবে।সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসক, নির্বাচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচিত সহকারী কমিশনার (ভূমি), নির্বাচিত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নাগরিক (সংশ্লিষ্ট সেবাগ্রহীতা), ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, নির্বাচিত সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি স্ব স্ব বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংলাপে যুক্ত হবেন।
অনুষ্ঠিতব্য সোশ্যাল মিডিয়া সংলাপে উপস্থাপনের জন্য চট্টগ্রাম বিভাগের নির্বাচিত উদ্ভাবনী পাইলট উদ্যোগ "মোবাইল এ্যাপস এর মাধ্যমে মৎস্য সংক্রান্ত পরামর্শ সেবা মৎস্য চাষির দোরগোড়ায়ে পৌঁছানো" এবং এটি উপস্থাপন করবেন জনাব সাধন চন্দ্র সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সদর, নোয়াখালী।
সংলাপটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। লিংক:-https://www.youtube.com/watch?v=O34yfTFGpJ0।গুগল ফর্মের মাধ্যমে আগাম প্রশ্ন পাঠানো সম্ভব। লিংক:https://docs.google.com/…/1uS-HrrHVJCz-VUWZGhGBomGhmV…/edit…।পৃথিবীর যেকোন প্রান্ত থেকে উভয় লিংকে সংযুক্ত হওয়া যাবে। এ ব্যাপারে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারনা দরকার। সংলাপটি বাংলাদেশ টেলিভিশন ও ৭১ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস